প্রেম নিয়ে বিখ্যাত ব্যাক্তিদের মজার কিছু উক্তি

image

দুটি শব্দ দিয়ে ঘটিত একটি বাক্য। বাক্য অতি ক্ষুদ্র , কিন্তু তার অর্থ অনেক বিস্তৃত। পৃথিবীতে যত সৃষ্টি আছে, সবার মাঝেই প্রেম বিদ্যমান আছে। কারো মাঝে কম, কারো মাঝে বেশী। প্রেম আছে বলেই জগতটা আজ এতো প্রেমময়। প্রেমের জন্য মানুষের কতো সুন্দর সৃষ্টি (তাজমহল) উপমা স্বরূপ পড়ে রয়েছে আমাদের সামনে। প্রেম নেই এমন সৃষ্টি খুঁজে পাওয়া দুষ্কর। যার মনে প্রেম নেই, বলতে হবে তার দেহে কোন আত্মা নেই। বাহ্যিক সে আত্মাবান হতে পারে, তবে সেটা হল প্রাণহীন আত্মা। জেনে নিন প্রেম নিয়ে বিখ্যাত ব্যাক্তিদের উক্তিগুলো
love“প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না।” –বায়রন।
“প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না।” –রবীন্দ্রনাথ ঠাকুর।
“বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ বাড়িয়া উঠে।” –রবীন্দ্রনাথ ঠাকুর।
“নারীর প্রেমে মিলিনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা।” –রবীন্দ্রনাথ ঠাকুর।
“প্রেমের নিরব স্বপ্ন যত মধুর, তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই।” –টমাস মুর।
“কোন কাছি বা দড়ি অত জোরে আকর্ষণ করতে বা অত শক্ত করে বাঁধতে পারে না, প্রেম যা একটি মাত্র সুতো দিয়ে পারে।” –বার্টন
“প্রেম হচ্ছে সব কিছুর শুরু, মধ্য এবং অন্ত।” –লাকর্ডেয়ার।
“প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।” –স্কুট হাসসুন।
“প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে উঠে।” –প্লেটো।
“প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন।” –রবীন্দ্রনাথ ঠাকুর।
“প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে।” –ওয়াশিংটন অলসটন।
“একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন।” –ব্রাটন।
“প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে।” –জর্জ বার্নার্ডশ।
“ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘবিচ্ছেদ প্রেমকে হত্যা করে।” –মিরবো।
“ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই।” –শংকর।
“অনুপস্থিতি প্রেমকে তীক্ষ্ণ করে, উপস্থিতি করে একে শক্তিশালী।” –টমাস ফুলার।
পিএনএস/জে এ /মোহন


Leave a comment