বাংলা মাসের ও দিনের নামকরণ

image

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলা মাসের নামগুলো বিভিন্ন নক্ষত্র বা তারকারাজির নাম থেকে নেয়া হয়েছে। এই নাম সমূহ গৃহীত হয়েছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ “সূর্যসিদ্ধান্ত” থেকে।
বাংলা মাসের এই নামগুলি হচ্ছে –
• বৈশাখ – বিশাখা নক্ষত্রের নাম অনুসারে।
• জ্যৈষ্ঠ – জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে।
• আষাঢ় – উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসা।
• শ্রাবণ – শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে।
• ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে।
• আশ্বিন – অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে।
• কার্তিক – কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে।
• অগ্রহায়ণ – মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে।
• পৌষ – পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে।
• মাঘ – মঘা নক্ষত্রের নাম অনুসারে।
• ফাল্গুন – উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে।
• চৈত্র – চিত্রা নক্ষত্রের নাম অনুসারে।
আগেকার দিনে অগ্রহায়ণ মাসে ধান কাটা শুরু হত বলে এই মাসকে বছরের প্রথম মাস ধরা হত। তাই এ মাসের নামই রাখা হয় অগ্রহায়ণ। অগ্র অর্থ প্রথম আর হায়ন অর্থ বর্ষ বা ধান। সম্রাট আকবরের সময়ে একটি বিষয় ছিল অত্যন্ত কষ্ট সাধ্য, তা হল মাসের প্রত্যেকটি দিনের জন্য আলাদা আলাদা নাম ছিল। যা কিনা প্রজা সাধারণের মনে রাখা খুবই কষ্ট হত।
তাই সম্রাট শাহজাহান ৭ দিনে সপ্তাহ ভিত্তিক বাংলায় দিনের নামকরণের কাজ শুরু করেন। ইংরেজী বিশেষজ্ঞদের সহায়তায় ইংরেজি ৭ দিনের নামের কিছুটা আদলে বাংলায় ৭ দিনের নামকরণ করা হয়। যেমন:
• রবিবার – সূর্যের নামানুসারে।
• সোমবার – চন্দ্রের নামানুসারে।
• মঙ্গলবার – মঙ্গলের নামানুসারে।
• বুধবার – বুধের নামানুসারে।
• বৃহস্পতিবার – বৃহস্পতির নামানুসারে।
• শুক্রবার – শুক্রের নামানুসারে।
• শনিবার – শনির নামানুসারে।
বাংলা সনে দিনের শুরু ও শেষ হয় সূর্যোদয়ে। ইংরেজি বা গ্রেগরীয় বর্ষপঞ্জীর শুরু হয় যেমন মধ্যরাত হতে। এভাবে বর্ষ গণনার রীতিকে বাংলায় প্রবর্তনের সংস্কার শুরু হয় মোঘল আমলে।
### নিচে শেয়ার করার অপশন আছে। লেখাটি আপনার ভালো লাগলে ফেইসবুকে শেয়ার করে দিতে ভুলবেন নয়া..


Leave a comment